মনোনয়ন জমা দিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
পরে মাহমুদ হাসান রিপন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ নির্বাচনে সাঘাটা-ফুলছড়ি উপজেলাবাসী আবারও নৌকাকে বিজয়ী করবেন।
এসময় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলার আওয়ামী লীগের সভাপতি এস এম সামশীল আরেফিন টিটু, সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল গত ১৫ নভেম্বর ঘোষণা করা হয়। সে অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা যাচাই-বাছাই করবেন ১-৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল ও নিষ্পত্তি ৫-১৫ ডিসেম্বর।
১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।
শামীম সরকার শাহীন/এসআর/জিকেএস