বগুড়ায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:০৬ এএম, ৩০ নভেম্বর ২০২৩

বগুড়ার শাজাহানপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বনানীতে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকটির কেবিনের পুরো অংশ পুড়ে গেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, বগুড়ার শিবগঞ্জে আলুর বীজ নামিয়ে ট্রাকটি সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে বনানীতে ১০-১২ জন দুর্বৃত্তরা ট্রাকের গতিপথ রোধ ভাঙচুর করে। চালক ট্রাকটি উল্টো ঘুরিয়ে পালানোর সময় পাশের একটি গর্তে পড়ে যায়। এ সময় তিনি সহকারীকে নিয়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।