পছন্দের ব্যক্তিদের না দেওয়ায় মনোনয়ন নেননি রওশন এরশাদ: চুন্নু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

জাতীয় পার্টির (জাপা) সদস্য নয় এমন কয়েকজন পছন্দের ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ায় রওশন এরশাদ দলীয় মনোনয়নপত্র নেননি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

jagonews24

মজিবুল হক চুন্নু বলেন, ‘বেগম রওশন এরশাদ চাচ্ছিলেন তার পছন্দের বেশ কয়েকজনকে জাপার মনোনয়ন দিতে। কিন্তু রওশন এরশাদ ও তার ছেলে ছাড়া অন্যরা জাপার সদস্য নন। তাই তিনি মনোনয়নপত্র নিতে আসেননি। তিনিসহ তিনজনের জন্য মনোনয়ন ফরম রাখা হয়েছিল কিন্তু তিনি আসেননি।’

বিএনপির বিষয় তিনি বলেন, ‘এখনো বিএনপি যদি নির্বাচনে আসে, নির্বাচন কমিশনকে অনুরোধ করবো যেন সময় বাড়িয়ে দেয়। আমরা সবাইকে নিয়ে ভালো একটা নির্বাচন চাই।’

এরআগে তাড়াইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মজিবুল হক চুন্নু। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে রাসেল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।