১ মিনিটের জন্য নির্বাচনী ট্রেন মিস করলেন মোফাজ্জল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

নির্ধারিত সময়ের মাত্র এক মিনিট দেরি হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না দিনাজপুর-৬ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন।

নিয়ম অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। কিন্তু তৃণমূল বিএনপি প্রার্থী মোফাজ্জল হোসেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে পৌঁছান ৪টা ১ মিনিটে।

নির্ধারিত সময়ের এক মিনিট দেরিতে আসায় তার মনোনয়নপত্র গ্রহণ করেননি হাকিমপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

অমিত রায় বলেন, তিনি নির্ধারিত সময়ের এক মিনিট পরে এসেছেন। এজন্য তার মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।

এ বিষয়ে তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন বলেন, মনোনয়ন জমার বিষয়ে আমি আদালত পর্যন্ত যাবো।

মাহাবুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।