যশোরে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক যশোর
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ৩০ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

যশোরের কেশবপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় মিশু রহমান নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত মিশু কেশবপুরের রেজাকাটি গ্রামের মৃত মুফজিলার রহমান কচির ছেলে।

আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট সেতারা খাতুন জানান, কেশবপুরের একটি কলেজে লেখাপড়া করেন ভুক্তভোগী ছাত্রী। ২০২২ সালের ২৩ অক্টোবর ওই ছাত্রী প্রতিদিনের মত বিকেলে প্রাইভেট পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আসামি মিশু রহমান তার গতিরোধ করে মুখ বেঁধে পাশের একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। সন্ধ্যায় জ্ঞান ফিরলে ওই ছাত্রী বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

আরও পড়ুন: কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

তিনি আরও জানান, পরদিন ছাত্রীর মা বাদী হয়ে মিশুকে আসামি করে কেশবপুর থানায় মামলা করেন। এ মামলার সাক্ষ্য শেষে আসামি মিশু রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

মিলন রহমান/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।