গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:২০ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

 

গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর গাড়িবহরে হামলা করেছেন দুর্বৃত্তরা। তবে ফারজানা রাব্বী অভিযোগ নৌকার সমর্থকরাই এ হামলা করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে ফারজানা রাব্বী বুবলী সাঘাটা উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) নিকট নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেন। ফেরার পথে দুরবৃর্ত্তরা গাড়ি বহরে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করে। এসময় তারা গাড়িবহরের ভিতরে ঢুকে লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় গাড়িবহরে থাকা অনন্ত ১২ কর্মী সমর্থক আহত হন। এসময় অন্তত সাতটি মোটর সাইকেল ভাংচুর করেন তারা।

স্বতন্ত্র এমপি প্রার্থী ফারজানা রাব্বী বুবলী বলেন, নৌকা প্রার্থীর সমর্থকরা আমার গাড়ি বহরে আকস্মিক হামলা চালায়। এসময় তারা আমার সমর্থকদের পিটিয়ে আহত করেছে। আমাদের গাড়ি-মোটরসাইকেলও তারা ভাঙচুর করেন।

সাঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম বলেন, আমি এখনও ঘটনাস্থলে আছি। বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে।

শামীম সরকার শাহীন/এনআইবি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।