মুরাদসহ জামালপুরের পাঁচ আসেন মনোনয়ন জমা দিলেন ৩৮ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৫০ এএম, ০১ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। একই আসনে মনোনয়ন দাখিল করেছেন আরও আটজন। এছাড়া জামালপুরের পাঁচটি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ, জাতীয় পার্টির আবু সায়েম, তৃণমূল বিএনপির মোহাম্মদ গোলাম মোস্তফা, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র জিয়াউল হক ও মো. মাহবুবুল হাসান।

জামালপুর-২ (ইসলামপুর) আসেন সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত ফরিদুল হক খান দুলাল, জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ, তৃনমূল বিএনপির হোসেন রেজা বাবুল, জাকের পার্টির আব্দুল হালিম মন্ডল এবং স্বতন্ত্র থেকে শাজাহান আলী মন্ডল, শাহীনুজ্জামান শাহীন ও জিয়াউল হক জিয়া।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত মির্জা আজম, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপ্টন, জাতীয় পার্টির (জেপি) সৈয়দ নজরুল ইসলাম, জাকের পার্টির মো. জয়নাল আবেদীন ও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম।

জামারপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মোট ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, জাকের পার্টির এসএম রবিউল ইসলাম , তৃনমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন, জাসদ গোলাম মোহাম্মদ জিন্নাহ, বিএনএফ মনোনীত প্রার্থী সদ্য প্রয়াত সাংবাদিক মোস্তফা বাবুলের ছেলে তারিখ মাহদী, স্বতন্ত্র সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান, ছানোয়ার হোসেন বাদশা, অধ্যক্ষ আব্দুর রশীদ।

জামালপুর-৫ (সদর) আসনে সবচেয়ে বেশি ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, জাতীয় পার্টির (জাপা) জাকির হোসেন খান, জাতীয় পার্টি (জেপি) অ্যাডভোকেট বাবর আলী খান, বাংলাদেশে কংগ্রেস থেকে দুজন আবু সায়েম মোহাম্মদ সাদাত উল করিম ও আব্দুল করিম সরকার, জাকের পার্টির সৈয়দ মনিরুল হক নোবেল, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র থেকে অ্যাডভোকেট সাবিরুজ্জামান ও রেজাউল করিম রেজনু।

মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।