সময় শেষ, মনোনয়নপত্র জমা দিতে পারলেন না এনপিপি প্রার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক যশোর
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০১ ডিসেম্বর ২০২৩

নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় ‘নির্বাচনী ট্রেন মিস’ করলেন যশোর-৫ (মণিরামপুর) আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী বিথীকা মল্লিক। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর উপস্থিত হওয়ায় তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

বিথীকা মল্লিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক ও যশোর জেলা কমিটির সদস্য। দল এবার তাকে যশোর-৫ (মণিরামপুর) আসনে মনোনয়ন দেয়।

বিথীকা মল্লিক জানান, তিনি জানতেন বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। তিনি বিকেল সাড়ে ৪টার দিকে যশোর কালেক্টরেটে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কার্যালয়ে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। ফলে তিনি আর মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

এ ব্যাপারে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জানান, ওই প্রার্থী বিকেল ৫টার পর মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। কিন্তু আইন অনুযায়ী নির্ধারিত সময় বিকেল ৪টা পর্যন্ত হওয়ায় সেই মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

মিলন রহমান/এফএ/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।