নির্বাচনী কাজে অংশ নেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০১ ডিসেম্বর ২০২৩

বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সাব্বির ভূঁইয়া নামে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বহিষ্ককৃত সাব্বির জেলার কটিয়াদী উপজেলার ৩নং করগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলা ৩নং করগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাব্বির ভূইয়ার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হল।

জেলা ছাত্রদেলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ নেভীন এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

এদিকে, দল থেকে বহিষ্কার হওয়ার পর ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বহিষ্কৃত সাব্বির ভূইয়া।

জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি জানান, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয়েছে।

এসকে রাসেল/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।