এমপি খোকাকে ইসির শোকজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০২ ডিসেম্বর ২০২৩

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা এমপিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও সোনারগাঁ আদালতের সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ নভেম্বর সোনারগাঁয়ে সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিতে যান লিয়াকত হোসেন খোকা। এ সময় তিনি বহু মানুষের সমন্বয়ে মিছিল নিয়ে যান। বিষয়টি নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন। তার এমন আচরণ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে, যা নির্বাচন অনুসন্ধান কমিটির নজরে এসেছে। আচরণবিধি লঙ্ঘন করায় আগামী ৪ ডিসেম্বর সকাল ১১ টায় সোনারগাঁ আদালতের সিনিয়র সহকারি জজের নিকট লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে লিয়াকত হোসেন খোকা বলেন, একটা নোটিশ হাতে পেয়েছি। নির্দেশনা অনুযায়ী আমি আদালতে গিয়ে কারণ ব্যাখ্যা করবো।

রাশেদুল ইসলাম রাজু/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।