নির্বাচন এলে মাথা ঠিক থাকে না কৃষক আব্দুলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০২ ডিসেম্বর ২০২৩

ভোট এলেই প্রার্থী হন তিনি। নির্বাচন এলে তার মাথা ঠিক থাকে না। তাইতো ইউপি নির্বাচনে তিনবার হেরেও এবার সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন কৃষক মো. আব্দুল বেপারী (৬০)। এর আগে অংশ নেওয়া তিন নির্বাচনেই জামানত হারিয়েছেন তিনি।

কৃষক আব্দুল বেপারী মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবারয়) স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বেড়াভাঙ্গা গ্রামের মৃত কিয়াম উদ্দিন বেপারীর ছেলে আব্দুল বেপারী। এক সময় ইঞ্জিনচালিত ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিছুদিন রাজধানীতে ইট-বালুর ব্যবসা করেছেন। এখন কৃষিকাজই তার মূল পেশা।

নির্বাচনে আসার পেছনের গল্প জানতে চাইলে আব্দুল বেপারী বলেন, বিএনপি সরকারের সময় একবার এমপির কাছে গিয়েছিলাম। তাকে বললাম, আপনার বাড়িতে টয়লেটের রাস্তা আছে, কিন্তু আমাদের বাড়ির রাস্তাও নাই। তখন এমপি তাকে উত্তর দিয়েছিলেন ‘কিছু একটা হইয়া আইসো, এইভাবে চিনি না।’ তখন থেকেই মনে মনে চিন্তা করি কিছু একটা হইতে হইবো। বাড়ি আইসা নির্বাচন করার চিন্তা করলাম। সেই থেকে শুরু।

সিংজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০১১, ২০১৬ ও ২০২১ সালে চেয়ারম্যান পদে প্রার্থী হন আব্দুল বেপারী। কিন্তু প্রতিবারই জামানত হারিয়েছেন। তারপরও হাল ছাড়েননি। এবার মানিকগঞ্জ-১ আসনে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি।

আব্দুল বেপারী বলেন, নির্বাচন এলে তিনি ঠিক থাকতে পারেন না। ফলাফল যাই হোক, প্রার্থী হওয়াই তার শখ।

তিনি বলেন, আমার পরিবারের লোকজন এমনই, স্ত্রীও যদি ভোট না দেন তাতেও আমার দুঃখ নেই। আমার কোনো দলবল নেই। যতদিন বাঁচি নির্বাচন করেই যাবো।

তিনি আরও বলেন, আমি সাধারণ কৃষক। জনসাধারণের নায্য অধিকার প্রতিষ্ঠা ও গরিব দুঃখিদের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই। ইউনিয়ন পরিষদে পারিনি, তবে সংসদ নির্বাচনে আমি খুবই আশাবাদী। কারণ মাঠে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বাইরেও একাধিক প্রার্থী আছে। তাই ভোট ভাগাভাগি হবে। আমার নিজস্ব ভোটব্যাংক রয়েছে। সাধারণ মানুষ আমাকে ভালোবেসে ভোট দিবেন।

স্থানীয় বাসিন্দা শোভন ও তরব আলী জানান, ব্যক্তিগত জীবনে খুবই সাদাসিদে মানুষ আব্দুল বেপারী। সাধ্যমতো মানুষের পাশেও দাঁড়ান তিনি। ছেলে মেয়েদের শিক্ষিত করেছেন। সবাই প্রতিষ্ঠিত। কিন্তু ভোটেতো নানা হিসাব নিকাশ ও সমীকরণ থাকে এসব কারণেই তিনি নির্বাচিত হতে পারেন না।

আব্দুল আলীম নামে একজন জানান, তার খুব শখ জনপ্রতিনিধি হওয়া। জনপ্রতিনিধি হয়ে তিনি তার বাবার স্বপ্ন পূরণ করতে চান। কিন্তু বারবারই ব্যর্থ হয়েছেন। এবার সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন, দেখা যাক কী হয়?

আব্দুল বোপারীর তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে চাকরি করছেন। মেজো ছেলে সৌদি আরব প্রবাসী। ছোট ছেলে একটি কোম্পানিতে চাকরি করছেন। মেয়েদের বিয়ে হয়েছে।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।