বগুড়ায় মম ইন-এ বসছে গরু মেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

বগুড়ায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী গরু মেলা। বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) উদ্যোগে শহরের মম ইন-এ শুক্রবার থেকে এ মেলা শুরু হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব এ কথা জানান।

মেলায় উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে খামারীরা অংশ নেবে। এছাড়া প্রায় দেড় থেকে দুই হাজার প্রান্তিক ও বড় খামারী মেলায় অংশ নেবেন বলে জানান তিনি।

বিপ্লব আরও জানান, মেলায় শুধু গরুই নয়, থাকছে ছাগল, গড়ল, দুম্বা, মহিষসহ নানা জাতের পাখি, কুকুর, বিড়াল এবং বিদেশি প্রাণী। মেলার উদ্দেশ্য হলো প্রান্তিক খামারী ও বড় খামারীদের মধ্যে একটি সেতু বন্ধন সৃষ্টি করা। অনেক প্রান্তিক খামারী কোরবানিযোগ্য পশু বিক্রি করতে না পেরে স্বল্প মূল্যে বিক্রি করতে বাধ্য হন। এই প্লাটফর্ম থেকে উত্তরাঞ্চলের সকল খামারী ও ক্রেতা সাধারনের একটি যোগসূত্র সৃষ্টি হবে। দুই দিনের এই মেলায় প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকার প্রাণী বেচা-কেনা হবে। প্রদর্শনীর জন্য গরু র‌্যাম্পে ওঠানো হবে। যাতে দর্শানার্থী ও ক্রেতারা ভালোভাবে প্রাণীগুলো পর্যবেক্ষণ করতে পারেন। মেলায় প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার মানুষের সমাগম ঘটবে।

শুক্রবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন বগুড়া-৬ (সদর) আসের সংসদ সদস্য রাগবুল আহসান রিপু।

সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব রাহাত খান, সদস্য অর্ক খান, রাকিব খান, আব্দুর রহমান প্রমুখ।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।