গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

মেহেরপুরের রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একটি গরু বাঁচাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় গরুটি বেঁচে গেলেও হাসপাতালে মারা যান তরিকুল।

তরিকুল ইসলাম সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, গ্রামে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন তরিকুল। বরাদি বাজারে বিদ্যুৎ সামগ্রীর একটি দোকান রয়েছে তার। নিজ বাড়ির গোয়ালঘরের পাশে শিম গাছের সাথে বিদ্যুতের তার জড়ানো ছিল। বাড়িতে লালনপালন করা একটি গরু শিমের লতা মুখে নিয়ে বিদ্যুতের তারসহ খেতে থাকে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় গরুটি। গরুটি বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তরিকুল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এলাকাবাসী তরিকুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসিফ ইকবাল/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।