গরুর মাংসের দাম কমাতে ফেনীতে কমিটি গঠন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩

ফেনী শহরের বাজারগুলোতে গরুর মাংসের দাম কমাতে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

গরুর মাংসের দাম কমাতে গঠিত ৮ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন- ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকন, পৌরসভার ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক আমার ফেনী’র সম্পাদক জমির উদ্দিন বেগ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, ফেনী বড় বাজারের গরুর মাংসের পাইকার নুর নবী ও সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের খুচরা বিক্রেতা সবুজ।

বিক্রেতাদের দাবি, তারা লোকসানে রয়েছেন। প্রতি গরুতে কমপক্ষে ১১০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এছাড়া খাদ্যের দাম ও পরিবহন ভাড়াও বেড়ে যাওয়ায় দাম কমানো যাচ্ছে না।

তবে অপরাপর বক্তাদের দাবি, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সিন্ডিকেটের কব্জায় ফেনীর মাংস বাজার। মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্যে এখানে খুচরা বিক্রেতারা পিষ্ট হচ্ছে।

ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, যথার্থতা যাচাই করে ন্যায্যমূল্য নির্ধারণে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উল্লেখিত কমিটির প্রতিবেদন জমার পর আগামী সোমবার পুনরায় বৈঠকের মাধ্যমে নতুন দাম নির্ধারণের ঘোষণা দেওয়া হবে।

সভায় আরও বক্তব্য রাখেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকন, পৌরসভার ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির উদ্দিন বেগ, দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সার, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, ফেনী বড় বাজারের গরুর মাংসের পাইকার নুর নবী, সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের খুচরা বিক্রেতা সবুজ ও মহিপাল কাঁচা বাজারের খুচরা বিক্রেতা নুর হোসেন প্রমুখ।

কয়েক মাস আগে ফেনী পৌরসভা গরুর মাংসের দাম নির্ধারণ করে দিয়েছিল হাড়সহ ৭৫০ টাকা ও হাড়ছাড়া ৮৫০ টাকা। বর্তমানে ঢাকাসহ বিভিন্ন জায়গায় গরুর মাংসের দাম কমায় মাংস ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার এ উদ্যোগ নেওয়া হয়।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।