হবিগঞ্জে পিকনিকে আসা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে পিকনিকে আসা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গ্রিনল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আশংকাজনক অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

jagonews24

সিলেটের বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ সুমন বলেন, দুই বাসে করে ৯৫ জন শিক্ষক-শিক্ষার্থী পার্কে বেড়াতে আসি। আসার সময় রাস্তায় স্থানীয় এক ইজিবাইকচালকের সঙ্গে বাসচালকের বাগবিতণ্ডা হয়। পরে ইজিবাইকচালক স্থানীয়দের নিয়ে পার্কে ঢুকে আমাদের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটে পাঠানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পার্কের রাস্তাটি সংকীর্ণ হওয়ায় বাস ও ইজিবাইক একসঙ্গে যেতে পারছিল না। এক পর্যায়ে বাসচালক-শিক্ষার্থীদের সঙ্গে ইজিবাইকচালকের বাকবিতণ্ডা হয়। এরপর একদল দুর্বৃত্ত পার্কে হামলা চালায়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।