কুমিল্লা-১১

নৌকা-স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২৩

কুমিল্লা-১১ আসনে নৌকার প্রার্থী মুজিবুল হকের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্রপ্রার্থী সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের সমর্থকদের সংঘর্ষে দুজন আহত হয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার কাশিনগর বাজারে স্বতন্ত্রপ্রার্থীর গণসংযোগের সময় এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্বতন্ত্রপ্রার্থী মিজানুর রহমান গণসংযোগ করতে কাশিনগর বাজারে গেলে বর্তমান সাংসদ মুজিবুল হকের সমর্থকরা বাধা দেন। এতে উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়েন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নৌকা-স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২

তিনি জানান, এ বিষয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্বতন্ত্রপ্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, প্রতীক বরাদ্দের পর আমি কাশিনগর বাজারে গণসংযোগ করতে গেলে মুজিবুল হকের অনুসারী চেয়ারম্যান মোশাররফের নেতৃত্বে তার সমর্থিতরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমার দুই কর্মী আহত হয়েছেন।

নৌকা-স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২

এ বিষয়ে জানতে সংসদ সদস্য মুজিবুল হককে একাধিকবার ফোন করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।