কলাপাড়ায় ২১ সুন্ধি কাছিম উদ্ধার, দুই ব্যবসায়ীর জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২০ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় ২১টি সুন্ধি কাছিম উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের লঞ্চঘাট এলাকার মানিক মিয়ার মৎস্য আড়ত থেকে এসব কাছিম উদ্ধার করা হয়।

এসময় কাছিম সংরক্ষণের দায়ে মানিক মিয়া ও ফারুক নামের দুই মাছ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে এসব কাছিম উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।

অবমুক্তকালে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা, সহকারী পরিচালক (সিপিপি) ও অ্যানিমেল লাভারসের সদস্য রাকায়েত আহসান, আল আমিন উপস্থিত ছিলেন।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান জানান, এসব কাছিম স্থানীয় শিকারিদের কাছ থেকে কিনে ঢাকায় পাঠাতে চেয়েছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে এসব কাছিম উদ্ধার করা হয়।

বনবিভাগের কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করছে। এর ফলে তাদের তথ্যমতে বিভিন্ন জায়গা থেকে বন্দি বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করা সম্ভব হচ্ছে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।