নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:২২ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে নাশকতা মামলায় হযরত আলী বিপ্লব ওয়াসী (৩৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মিনাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

হযরত আলী বিপ্লব উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, নাশকতার একটি মামলায় ওয়াসীকে গ্রেফতার করা হয়েছে।

তবে গ্রেফতার হযরত আলী বিপ্লব ওয়াসীর স্ত্রী মৌরিন সরকার বলেন, রাত ১০টার দিকে বাড়ির পাশ থেকে আমার স্বামীকে তুলে নিয়ে যায় পুলিশ। কিন্তু কী অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

তিনি বলেন, আমার স্বামীর নামে কোনো মামলা নেই। তিনি বিএনপির সমর্থক হলেও রাজনীতিতে সক্রিয় নন।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।