জাপা প্রার্থী পনির

‘এটা গতবারের মতো ভোট নয়, এবার যার ভোট সে দিতে পারবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় নেমেছেন কুড়িগ্রামে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ। প্রচারনার পথসভায় তিনি বলেন, এটা গতবারের মতো ভোট নয়। এবার যার ভোট সে দিতে পারবে। সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের খলিলগঞ্জ ত্রিমোহনী এলাকায় পথসভায় এসব কথা বলেন পনির উদ্দিন।

কুড়িগ্রাম-২ আসনের এ প্রার্থী আরও বলেন, কুড়িগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো।

‘এটা গতবারের মতো ভোট নয়, এবার যার ভোট সে দিতে পারবে’

তিনি বলেন, ‘ভোট নিয়ে আপনারা (ভোটার) যে আশঙ্কা করছেন ভোট দিতে পারবেন কি না, এ বিষয়ে কোনো ভয় নেই। আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন ইনশা আল্লাহ।’

‘এটা গতবারের মতো ভোট নয়, এবার যার ভোট সে দিতে পারবে’

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন কাজ করছে। আশা করি কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ফজলুল করিম ফারাজী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।