নাটোরের সিংড়া
নৌকার কর্মীদের বিরুদ্ধে ঈগল সমর্থকদের ওপর হামলার অভিযোগ
নাটোরের সিংড়ায় নৌকার প্রার্থী জুনাইদ আহমেদ পলকের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের সমর্থেকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় শফিকের আট কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাঁতপুকুরিয়া বাজারে গণসংযোগ চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় তদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
আহতরা হলেন সাবেক ইউপি সদস্য ফরিদ আলী (৫৫), জুয়েল মোল্লা (৪৬), ফারুক হোসেন মোল্লা (৩৬), সোহান আলী (২৩), রনি হোসেন (৩৬), শামিম মোল্লা (৩৪), সালাম খান (৪৬), ছালেমান আলী (৪৫)। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের দেওয়া তথ্যমতে, সন্ধ্যায় সাঁতপুকুরিয়া বাজারে গণসংযোগ করছিলেন ঈগল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শফিকের সমর্থকরা। প্রচারণা চলাকালে হঠাৎ নৌকার প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় আরিফের মামাতো ভাই সাবেক যুবলীগ নেতা আশিক ও কাফির নেতৃত্বে ১৫-২০ জন যুবক অতর্কিত হামলা চালালে শফিকের আট সমর্থক আহত হন। তাদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
স্বতন্ত্র প্রার্থী সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, আমি অন্য আরেকটি জায়গায় প্রচারণা শেষে সিংড়ায় ফিরছি। যতটুকু শুনেছি শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে আরিফ চেয়ারম্যানের নির্দেশে সাঁতপুকুরিয়ায় আমার কর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। ভোটে নেমে জনগণ দ্বারা প্রতারিত হয়ে পরিবেশ নষ্ট করছে। এসব করে জনগণের রায়কে অন্য জায়গায় নিতে পারবে না।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। ঘটনার সময় আমি ইটালী বাজারে গণসংযোগে ছিলাম। এক গণমাধ্যমকর্মীর মাধ্যমে জানার পর খোঁজ নিই। নৌকার কোনো সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অভিযোগ করা হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জাগো নিউজকে বলেন, নির্বাচনী প্রচারণা নিয়ে দুই পক্ষের মারামারি হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্টেট আল ইমরান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ফিরেছেন। সেখানকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
রেজাউল করিম রেজা/এনআইবি/জিকেএস