ইসি রাশেদা
নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য যা করা দরকার সবই করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে নাটোরে কর্মরত সরকারি-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ‘ইসিকে ক্ষমতা না দিলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না’
রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে জরিমানাসহ শাস্তির বিধান রয়েছে। এমনকি প্রার্থিতা বাতিলও হতে পারে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইলেকট্ররাল কমিটি গঠন করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে গুরুতর অভিযোগ পেলে এ কমিটি কমিশনে পাঠাবে। যাচাই-বাছাই করে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।
তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। এছাড়া অতীতে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হলেও শাস্তির কোনো বিধান ছিল না। বর্তমান নির্বাচন কমিশন সেটা সংশোধন করেছে।
রাশেদা সুলতানা বলেন, উৎসবমুখর পরিবেশে জনগণ ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। এ জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া, পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার চার আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস