তনু হত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে শিক্ষার্থী ধর্মঘট


প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৪ এপ্রিল ২০১৬

“পাহাড় কিংবা সমতলে তনুদের হত্যা ও ধর্ষণের বিচার চাই” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে রাজবাড়ী জেলা শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ছাত্র ধর্মঘট, মানববন্ধন, র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ করেছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সহযোগীতায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে আধা ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন পালন করে শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে তনু হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি র‌্যালী বের হয় শহরে। র‌্যালীটি শহরের প্রধান সড়ক হয়ে শহরের মূল বাজার প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে সমাবেশ করে। এ সময় তনু হত্যাকারীদের বিচারের দাবিতে  বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

এ সময় ছাত্র ধর্মঘটে ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি শিবনাথ বিশ্বাস, সাবেক সভাপতি এজাজ আহাম্মেদ, সুমন কুমার বিশ্বাস, কলেজ সংসদের সভাপতি ও জেলা সংসদের সহ-সম্পাদক সাগর রায় প্রমূখসহ শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।