আমি আর ডামির একতরফা নির্বাচন রুখে দেয়ার আহ্বান সিপিবির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩

একতরফা নির্বাচন বন্ধ, আওয়ামী সরকারের পদত্যাগ, ঘোষিত তফসিল বাতিলসহ নানা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও কর্মী সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরে সিপিবির জেলা কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির কেন্দ্রীয় সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ।

জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক নেতা সুভাষ শাহ রায়, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মন, ছাদেকুল ইসলাম, সুপ্রিয়া দেব, মিতা হাসান, জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু, যজ্ঞেশ্বর বর্মন, অশোক আগরওয়ালা, মশিউর রহমান মইশাল, সংগঠক আমিনুল ইসলাম পিপুল, যুবনেতা রানু সরকার, মঞ্জু মিয়া, গণেশ মুরমু, রুহুল আমিন, সবুজ মিয়া, জয়নাল মিয়া প্রমুখ।

আমি আর ডামির একতরফা নির্বাচন রুখে দেয়ার আহ্বান সিপিবির

এসময় বক্তারা নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও সভা সমাবেশের ওপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে মিহির ঘোষ বলেন, ৭ জানুয়ারি যে নির্বাচন হচ্ছে তা আমি আর ডামির নির্বাচন, একতরফা প্রহসনের নির্বাচন। এ নির্বাচন আমরা সিপিবি ও বাম জোট বর্জন করেছি। তিনি জনগণকে এ নির্বাচন রুখে দেওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, এ নির্বাচন আমরা জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেবো। তবে আমরা কোনো সহিংসতা, নাশকতাকে সমর্থন করি না।

কর্মী সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক নম্বর রেল গেটে এসে শেষ হয়।

শামীম সরকার শাহীন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।