দিনাজপুরে বাসে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩

দিনাজপুরের কাহারোল উপজেলা শহরে ঝালাই করার সময় সাগরিকা নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার ( ২৪ ডিসেম্বর) বিকেলে কাহারোল বাজারে সিনেমা হল রোডের পাশে কোচ স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বাসটির নম্বর ঢাকা-মেট্রো-ব ১২-২৬০১।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক বলেন, ফোনে খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাঈদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আমিনুল ইসলাম জনান, বৈদ্যুতিক ওয়েল্ডিং করার সময় অসাবধানতাবশত বাসটিতে আগুন লেগে যায়।

এমদাদুল হক মিলন/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।