বাগেরহাটে হত্যা মামলায় দু`জনের যাবজ্জীবন


প্রকাশিত: ১১:১১ এএম, ০৪ এপ্রিল ২০১৬

বাগেরহাটে একটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় একই মামলায় অপর দুই আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।  ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ৪ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলায় সোমবার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বাগেরহাট শহরের খারদ্বার এলাকার ফজলু মল্লিকের ছেলে রুবেল মল্লিক ও জাহাঙ্গীর খানের ছেলে খান মোহাম্মদ জিহাদ। একই ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন, শহরের সম্মিলনী স্কুল রোডের সামাদ পাইকের মেয়ে সুমনা নাজনিন বনানী ও খুলনার বটিয়াঘাটা উপজেলার ধাইয়ারকূল গ্রামের মোসলেম মোল্লার ছেলে খালিদ মোল্লা।

মামলার বিবরণে জানা গেছে, শহরের দক্ষিণ সরই এলাকার মো. নুরুল ইসলাম চৌধুরীর ছেলে ওবায়দুল ইসলাম চৌধুরীর সঙ্গে সুমনা নাজনিনে বনানীর বিয়ে হয়। পরে স্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকালাপের অভিযোগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এরপর সুমনা তার লোকজন নিয়ে প্রাক্তন স্বামী ওবায়দুল ইসলামের কাছে পৌনে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ওবায়দুল টাকা না দেওয়ায় ২০১০ সালের ৯ সেপ্টেম্বর রাতে শহরের আলীয়া মাদরাসা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা মো. নুরুল ইসলাম বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন ২০১১ সালে ৩১ মে এই মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

শওকত আলী বাবু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।