সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশে বিএনপির তিন নেতা
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশে দেখা গেছে বিএনপির তিন নেতাকে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে বন্দরে সমাবেশে তারা উপস্থিত ছিলেন।
এই তিনজন হলেন বন্দর থানা বিএনপির বিদ্রোহী কমিটির আহ্বায়ক হান্নান সরকার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক গোলাম নবী মুরাদ। এর আগে তারা তিনজনই সেলিম ওসমানের পক্ষে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তারা তিনজনই বিগত সময়ে মহানগর বিএনপির বিভিন্ন পদে ছিলেন। বন্দর থানায় বিদ্রোহী কমিটি ছাড়াও মহানগর বিএনপি সমর্থিত আরেকটি কমিটি রয়েছে।
এদিকে মঙ্গলবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম ওসমান। আর এই সমাবেশে অন্যান্য অতিথিদের সঙ্গে বিএনপির ওই তিন নেতাও ছিলেন।

তাদের উপস্থিতি প্রসঙ্গে সেলিম ওসমান বক্তব্য রাখতে গিয়ে বলেন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল (মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি) অনেক অনুরোধ করে বিএনপির তিন নেতাকে আমার কাছে পাঠিয়েছেন। উনাদের বক্তব্য দেওয়ার কথা ছিল। তিনজন নেতা সব বিএনপির প্রতিনিধি হিসেবে এসেছেন। এখানে উপস্থিত হয়েছেন ২২ নম্বর ওয়ার্ড থেকে সুলতান আহমেদ, আমার প্রিয় হান্নান ও গোলাম নবী মুরাদ।
সেলিম ওসমান আরও বলেন, এদের আমি ভালোবাসি, ওরা আমাকে ভালোবাসে। আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি করি ওরা আমাদের ভাই। আমি বারবার বলেছি আমার নারায়ণগঞ্জের বন্দরের পুলিশ যেন তাদের ডিস্টার্ব না করে। ওরা আমাদের সঙ্গে থাকবে। ওরা আমাদের সঙ্গেই ৭ তারিখে ভোট দেওয়ার জন্য সব ব্যবস্থা করবে। বন্দরের বিএনপিরা আমাকে বলেছে, আমরা কোনো রকমের ডিস্টার্ব করবো না। আমাদের ১৪ গোষ্ঠী নিয়ে সময় মতো আপনাকে ভোট দিতে যাবো।
মহানগর বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতৃত্বে থাকা আব্দুস সবুর সেন্টু বলেন, বিষয়টি আমাদের জানা নেই। বিস্তারিত জেনে বলতে পারবো।
তবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন বর্জন করে নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সব নেতাকর্মী মাঠে সক্রিয়। সরকার বিভিন্নভাবে চেষ্টা করেও বিএনপিকে নির্বাচনে আনতে পারেনি। যেসব নেতা জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, তারা এর আগেও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।
মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/