নেত্রকোনায় নির্মাণাধীন স্কুল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩
প্রতীকী ছবি

নেত্রকোনার আটপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন থেকে পড়ে তৌহিদুল ইসলাম তৌহিদ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার স্বরমুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তৌহিদ জেলার মোহনগঞ্জ উপজেলার বার্ত্তকোনা গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে।

পুলিশ জানায়, রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন তৌহিদ। জেলার আটপাড়ার স্বরমুশিয়ায় একটি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করছিল তৌহিদ। সকালে পা পিছলে দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।