লালমনিরহাটে স্কুলছাত্র হত্যা : গ্রেফতার ১
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে নবম শ্রেণির ছাত্র ইব্রাহিমকে (১৪) গলাটিপে হত্যার দায়ে খালু নান্নু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার নওদাবাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নান্নু মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার ফতেপুর গ্রামের সাহেদ জামানের ছেলে।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নান্নু মিয়া উপজেলার নওদাবাস এলাকায় রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত রোববার ভোরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামে পারিবারিক বিরোধের জেরে ইব্রাহিমকে (১৪) গলা টিপে হত্যার অভিযোগ উঠে তার খালু নান্নু মিয়ার বিরুদ্ধে। এ সময় তার দাদী ধওলি বেগম (৫০) ও ভাই আবু বক্করকে (১১) মারার চেষ্টা করলে তারা আহত হন। ধওলি বেগমকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেলে পাঠানো হয় ও আবু বক্করকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ইব্রাহিম আমঝোল নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
গত রোববার সন্ধায় নিহত ইব্রাহিম হোসেনের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে হাতীবান্ধা থানায় নান্নুসহ আরও দুইজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
রবিউল হাসান/এসএস/পিআর