নৌকায় ভোট চেয়ে বহিষ্কার সেই বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:৫১ এএম, ৩১ ডিসেম্বর ২০২৩

রাঙ্গামাটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রেখে দল থেকে বহিষ্কার হলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর হেলাল উদ্দীন।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙ্গামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিনকে বাংলাদেশ জাতীয়বাদী দল- বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে শনিবার জাগো নিউজে ‘আ’লীগ প্রার্থীর পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তারই প্রেক্ষিতে এ নেতাকে বহিষ্কার করা হয় বলে জানা যায়।

নৌকায় ভোট চেয়ে বহিষ্কার সেই বিএনপি নেতা

এই বিষয়ে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি কাউন্সিলর হেলালের সঙ্গে। তবে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, নির্বাচনী সভাটির আয়োজক ছিল একতা শ্রমিক কল্যাণ সমিতি নামের একটি সংগঠন। যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হেলাল।

শুক্রবার সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের রিজার্ভবাজারে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের একটি নির্বাচনীয় সভায় তিনি বক্তব্য রাখেন।

সাইফুল উদ্দীন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।