আ’লীগ প্রার্থীর পক্ষে ভোট চাইলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০২:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে ভোট চাইলেন ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের রিজার্ভ বাজারে আওয়ামী লীগ প্রার্থীর এক প্রচারণা সভায় এ ঘটনা ঘটে। তিনি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক।

স্থানীয়রা জানান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে প্রচারণা সভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বক্তব্যে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে রাঙ্গামাটিবাসী আছেন এবং তাকে সব সময় সকলে কাছে পায় মন্তব্য করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চান।

এ বিষয়ে জানতে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর হেলাল উদ্দিনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। এছাড়া তাকে এসএমএস দিয়েও কোনো উত্তর ও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে পৌর বিএনপির সভাপতি শফিউল আজম বলেন, বিষয়টি আমি অবগত নই। হয়তো কাউন্সিলর হিসেবে কোনো বিধান আছে এলাকায় এমপি গেলে থাকতে হবে, তাই সে ছিল।

আওয়ামী লীগের প্রচারণা সভায় থাকা ও মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সেটা সে পারে না। যদি তা সঠিক হয় তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, আমি এ প্রসঙ্গে জানি না। যদি এমনটা হয় তাহলে সে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাওয়াল উদ্দিন বলেন, তিনি (হেলাল) প্রচারণা সভায় ছিলেন ওই এলাকার একতা সংঘের সভাপতি হিসেবে।

সাইফুল উদ্দীন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।