শেষ সময়ে ওমরা হজে লাঙ্গল প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩

৫ দিনের গুরুত্বপূর্ণ গণসংযোগ ও প্রচার প্রচারণা রেখে সস্ত্রীক ওমরা হজে গেলেন প্রার্থী। বুধবার (২৭ ডিসেম্বর) গণসংযোগ ও পথসভা শেষে ফেনী ত্যাগ করেন তিনি। শনিবার (৩০ ডিসেম্বর) সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

ওমরা পালন শেষে সোমবার (১ জানুয়ারি) রাতে দেশে ফিরবেন তিনি। ২ জানুয়ারি মঙ্গলবার থেকে তিনি আবার গণসংযোগসহ নির্বাচনী সকল কর্মকাণ্ড চালাবেন বলে জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৩৪৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৬৫৬ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৬৮৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মাসুদ উদ্দিন চৌধুরী ছাড়াও চূড়ান্ত ভোটের লড়াইয়ে রয়েছেন স্বতন্ত্রের হাজী রহিম উল্যাহ (ঈগল), তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন (একতারা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু নাসির (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিজাম উদ্দিন (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের জোবায়ের ইবনে সুফিয়ান (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল কবির রিন্টু আনোয়ার (বাঁশি), আবুল কাশেম আজাদ (ট্রাক) ও ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহম্মেদ সৈকত (কাঁচি)।

jagonews24

এছাড়া লাঙ্গলের সঙ্গে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্ল্যাহ। তিনি সৌদি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য।

এদিকে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের জেলা পর্যায়ের একাধিক নেতা বলেন, আসনটিতে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবুল বাশারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিলেও জোটের রাজনীতির কারণে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হলে দলীয় সিদ্ধান্তে আবুল বাশার প্রার্থিতা প্রত্যাহার করেন। বর্তমানে লাঙ্গল প্রার্থীর ভাবখানা যেন এমন শেখ হাসিনা জাতীয় পার্টিকে আসন ছেড়ে দিয়েছেন, তার মানে এখন তাকে জয়ী করা আওয়ামী লীগের দায়িত্ব ও কর্তব্য।

ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, নির্বাচনী মাঠে লাঙ্গলের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী না থাকাতে কোনো প্রভাব পড়বে না। দলীয় সিদ্ধান্তে আমরা সবাই জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছি।

ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ বলেন, ২৮ ডিসেম্বর থেকে ভোটকেন্দ্র অনুযায়ী আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ যৌথ কেন্দ্র কমিটি গঠন করা হচ্ছে। ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত কেন্দ্র ভিত্তিক কেন্দ্র প্রধানদের নিজ নিজ এলাকায় গণসংযোগ, মিছিল, পথসভাসহ প্রচার প্রচারণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আবদুল্লাহ আল-মামুন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।