ভোটাররা হচ্ছেন আমার মূল শক্তি: দীপু মনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০২ জানুয়ারি ২০২৪

চাঁদপুর-৩ আসনে নৌকার প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এবং প্রতিপক্ষ থাকবে, কিন্তু তাকে ছোট করে দেখাছি না। ভোটাররা হচ্ছেন আমার মূল শক্তি। গত ১৫ বছর ধরে চাঁদপুর ও হাইমচরের গণমানুষের কল্যাণে কাজ করেছি। সুতরাং প্রতিদ্বন্দ্বীর চেয়ে তারাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদরের সাপদী গ্রামে নারীদের নিয়ে এক উঠান বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দীপু মনি আরও বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আমার উপর আস্থা রেখেছেন। আর তাদের আস্থা রাখার জন্য আমি নিরলস ভাবে কাজ করেছি। আগামীতেও এ আস্থা-বিশ্বাস নিয়ে কাজ করবো। আমি মানুষের কাছে ভোট চাচ্ছি এবং খুব ভালো সাড়া পাচ্ছি। অবশ্যই আমি আশাবাদী যে, মানুষ আমাকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করবে।

শরীফুল ইসলাম/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।