ঝিনাইদহ-১

নৌকার প্রার্থীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৪
নৌকার প্রার্থী আব্দুল হাই

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই, শৈলকূপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন জানান, ২৪ ডিসেম্বর তাদের নামে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পৃথক মামলা হয়। ওই মামলার শুনানিতে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল হাইয়ের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। একই মাসের ১২ তারিখে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজারে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য দেন শৈলকূপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এ তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়। ওই মামলার শুনানির নির্ধারিত দিন (বুধবার) তারা আদালতে হাজির হননি। ফলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এ বিষয়ে শৈলকূপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, আইনি প্রক্রিয়ায় আমরা এর মোকাবিলা করবো।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।