যশোরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দুর্বৃত্তের আগুন
যশোর শহরতলীর মুড়লী দানবীর হাজী মোহাম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে বিষয়টি অফিসের লোকজন জানতে পেরে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, বুধবার সকালে তিনি জানতে পারেন স্কুলের অষ্টম শ্রেণির শ্রেণিকক্ষে কে বা কারা আগুন দিয়েছে। এতে শ্রেণিকক্ষের কয়েকটি বেঞ্চ ও ফ্যান পুড়ে যায়। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হলে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মুড়লী দানবীর হাজী মোহাম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির রুমের বেঞ্চ পুড়ে গেছে। ককটেল বা পেট্রলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে কীভাবে আগুন লেগেছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ঘটনার অনুসন্ধান চলছে।
মিলন রহমান/এফএ/এএসএম