মায়ার আসনে পুলিশ পাহারায় প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৪ জানুয়ারি ২০২৪

চাঁদপুর-২ আসনে নির্বাচন যতই ঘনিয়ে আসছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ততোই বাড়ছে। আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এম ইসফাক আহসান।

স্বতন্ত্র প্রার্থী (ঈগল) এম ইসফাক আহসানের অভিযোগ, প্রচারণা চালাতে গিয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বাধার সম্মুখীন হচ্ছেন তারা। বুধবার (৩ জানুয়ারি) বিকেলেও মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈগল প্রতীকে প্রচারণা চালাতে গিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। এতে করে চাঁদপুর-২ আসনের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানকে পুলিশ ও বিজিবি সদস্যদের পাহারায় প্রচার প্রচারণা চালাতে দেখা গেছে।

এদিকে বুধবার বিকেলে নৌকা ও ঈগল প্রার্থীর সমর্থকরা মুখোমুখি অবস্থান নিলে মতলব উত্তর থানা পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নির্বাচনী সহিংসতা এড়াতে বাড়তি পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান বলেন, এখন পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে গিয়ে ৫ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছে শতাধিক। শুধু তাই নয়, ২-৩শো নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। যেখানে প্রচার কাজ করছি, সেখানেই হামলা করছে। বিষয়টি আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছি।

অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী জানান, মূলত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী উঠোন বৈঠকের জায়গায় নৌকা প্রার্থীর লোকজনও চলে আসে। একই স্থানে দুই প্রার্থীর লোকজন থাকায় পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে পড়ে। আমি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেই। পরে স্বতন্ত্র প্রার্থী সেখানে প্রোগ্রাম করেন। নির্বাচনকে ঘিরে চাঁদপুর-২ আসনে পুলিশ, বিজিবি, র্যাব নিয়োজিত আছে। বৃহস্পতিবার থেকে সেনাবাহিনীও থাকবে।

শরীফুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।