ঝিনাইদহ-১

স্বতন্ত্র প্রার্থী দুলালসহ ৩ জনকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১১:৪০ এএম, ০৪ জানুয়ারি ২০২৪

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলালসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যান গোলাম নবী এ নোটিশ দেন। অন্য দুজন হলেন ট্রাক প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট কাজী আশরাফুল আজম এবং সমর্থক কামাল হোসেন। তাদেরকে বৃহস্পতিবার বেলা ১১টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ১ জানুয়ারি সন্ধ্যায় শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে কামাল হোসেনের বাড়ির সামনে নৌকা প্রতীকের পোস্টার ছিড়েন এবং পা দিয়ে মাড়ান অভিযুক্তরা। যা আচরণবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন।

এছাড়া ট্রাক প্রতীকের সমর্থক কামাল হোসেনের বিরুদ্ধে আরও একটি নোটিশ দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, ১ জানুয়ারি বিকেলে শৈলকুপার বি কে বি বাজারে ট্রাক প্রতীকের নির্বাচনী ক্যাম্পে দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। এ ঘটনায় তাকে একই দিনে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।