বিএনএম প্রার্থী

নির্বাচনে এসে দেখছি খাওয়া-দাওয়া শেষ, প্রশ্ন করিনি ‘আমার খাবার কই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী সুকৃতি কুমার মন্ডল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে নোঙর প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকৃতি কুমার মন্ডল বলেন, ‘সংসদীয় রাজনৈতিক প্রক্রিয়াকে সচল রাখার জন্য দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। কিন্তু সুষ্ঠু, স্বাভাবিক এবং আইনগত দিকে নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকৃতি কুমার বলেন, “এবারের নির্বাচনের পরিবেশ এমন ‘আমি আর মামারা’ নির্বাচন করছি। মামারা নির্বাচনে আসার জন্য দাওয়াত করেছিল। নির্বাচনে এসে দেখছি খাওয়া-দাওয়া শেষ। আমি আর মামাদের কাছে প্রশ্ন করি নাই, আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমার খাবার কই? সম্মানি লোকতো আর আমার খাবার কই জিজ্ঞেস করে না। আমি সম্মান নিয়েই সরে দাঁড়াচ্ছি।”

এসময় তিনি কাউকে সমর্থন দিচ্ছেন না বলেও উল্লেখ করেন বিএনএমের এ প্রার্থী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির যশোর জেলা কমিটির সভাপতি শেখর চন্দ্র সরকার, বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার মন্ডল প্রমুখ।

মিলন রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।