যশোর-৪
ভোটারের ভালোবাসায় জিতবে নৌকা: বাবুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল বলেছেন, ভোটারের ভালোবাসাই নৌকা প্রতীকের একমাত্র ভরসা। ভোটারদের প্রতি আমার আস্থা আছে। তারা কেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে।
বৃহস্পতিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী সভা, জনপ্রতিনিধি সভা, পথসভা ও গণসংযোগ করেন এনামুল হক বাবুল। এসময় তিনি এসব কথা বলেন।
বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের আয়োজনে বাঘারপাড়া পাইলট বিদ্যালয় মাঠে কর্মিসভায় এনামুল হক বাবুলের উপস্থিতিতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, আওয়ামী লীগ নেতা, সোলাইমান হোসেন বিশ্বাস, বিপুল ফারাজি প্রমুখ।
এদিকে অভয়নগর উপজেলা শ্রমজীবী সমমন্বয় পরিষদের আয়োজনে এনামুল হক বাবুলকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন করেন তিনি। নওয়াপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে পরিষদের সহ-সভাপতি ইব্রাহিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এনামুল হক বাবুল।
এর আগে সকালে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে সভা করেন তিনি।
এমএইচআর