আন্তঃব্যাটালিয়ন বক্সিংয়ে চ্যাম্পিয়ন বিজিবি-৪৩ নওগাঁ


প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের আন্তঃব্যাটালিয়ন বক্সিং প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। বিজিবি-৪৩ এর আয়োজনে মঙ্গলবার বিকেলে এ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজিবি-৪৩ নওগাঁ চ্যাম্পিয়ন এবং বিজিবি-১ রাজশাহী রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন রাজশাহীর ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল শাহজাহান সিরাজ পিএসসি।

বিজিবি-৪৩ এর মাহমুদ আলী শ্রেষ্ঠ খেলোয়ার, বিজিবি-১ এর সিপাহী রুবেল সিংহ শ্রেষ্ঠ নবীন খেলোয়ার এবং বিজিবি-৪৩ এর সিপাহী শরীফ হোসেন বেস্ট লুজার নির্বাচিত হন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শফিউল আজম মাসুদ, খায়রুল ইসলাম, নাইমুল হুদা এবং জামিল হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিজিবি-৪৩ এর অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান পিবিজিএম, ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক এসএম মাহমুদ হাসান প্রমুখ।

আব্বাস আলী/আরআর/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।