যশোর-৪ আসনে লড়াই হবে নৌকা-লাঙ্গল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসন নিয়ে নানা নাটকীয়তার পর শেষের দিকে এসে মূল লড়াইটা জমেছে নৌকা ও লাঙ্গল প্রতীকের মধ্যে। এ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জহুরুল হক জহির। তারা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সূত্র জানায়, এ আসনে ছয় প্রার্থীর মধ্যে দুজন ঘোষণা দিয়ে সরে দাঁড়ানোয় এখন মাঠে রয়েছেন চারজন। আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বর্তমান এমপি রণজিত কুমার রায় মনোনয়নপত্র জমা দিয়ে ঈগল প্রতীক নিলেও মাঠে নামেননি। সবশেষ ৪ জানুয়ারি কর্মী সমাবেশে তিনি নেতাকর্মীদের নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান। আর নির্বাচনী পরিবেশ নেই দাবি করে মাঠ থেকে সরে গেছেন নোঙর প্রতীকের প্রার্থী সুকৃতি কুমার মন্ডল। ফলে নৌকা ও লাঙ্গলের বাইরে মাঠে রয়েছেন তৃণমূল বিএনপির এম শাব্বির আহমেদ (সোনালি আঁশ) ও ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী (মিনার)।

jagonews24

সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণার পর থেকে শুরু হয় নানা নাটকীয়তা। ঋণখেলাপির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশনে যাচাই-বাছাইকালে এনামুল হকের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ১৯ ডিসেম্বর তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এ রায়ের বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায় আবেদনটি করেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) আপিল শুনানিতে এনামুল হক বাবুলের প্রার্থিতা বহাল রাখেন আপিল বিভাগ। এরপরই এই আসনে নৌকার পালে জোর হাওয়া লাগে। কোমর কষে প্রচার-প্রচারণায় নেমে পড়েন নৌকার প্রার্থী এনামুল হক বাবুল ও তার সমর্থকরা।

jagonews24

নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেন, তিনি পুরোদমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষের বিপুল সাড়া পড়েছে নৌকার পক্ষে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষ আবারও বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন।

এদিকে, যশোর-৪ আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আদালতে একের পর এক অভিযোগ এনেও শেষ পর্যন্ত হেরে গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান ঈগল প্রতীক নিয়ে মাঠে নামা রণজিত কুমার রায়। ফলে নৌকা প্রতীকের পথের কাঁটা দলীয় স্বতন্ত্র প্রার্থীর বাঁধা দূর হয়।

সবশেষ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বর্তমান এমপি রণজিত কুমার রায় নৌকার পক্ষে মাঠে নেমেছেন। বাঘারপাড়া মহিলা কলেজে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তিনি যশোর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। শেখ হাসিনার প্রতি আমার আস্থা আছে। সেকারণে আমি স্বতন্ত্র নির্বাচন করতে পারি না। আমি এরআগে পত্রিকায় বিবৃতি দিয়েছি। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে বলছি, আমি নির্বাচন থেকে সরে গিয়েছি। আগামী ৭ তারিখে এনামুল হক বাবুলকে নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

jagonews24

ফলে এ আসনে ঈগল প্রার্থীর সরে দাঁড়ানোয় নৌকার মূল প্রতিদ্বন্দ্বী লাঙ্গল। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জহুরুল হক জহির এখানে পুরোদমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

অ্যাডভোকেট জহুরুল হক জহির বলেন, ‘এ আসনে ২৫-৩০ শতাংশ নৌকার ভোট, বাকি ৭০ ভাগ আওয়ামী লীগের বাইরের। এরমধ্যে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ৩০ শতাংশ ভোট থাকতে পারে। ফলে ৪০ শতাংশ ভোটার কোনো দলের নয়। আমি তাদের ওপর ভিত্তি করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষও আমাকে সেইভাবে গ্রহণ করছে। ফলে নির্বাচনে ইতিবাচক ফলাফল নিয়ে তিনি আশাবাদী।’

এছাড়া একই আসনের আরেক প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সুকৃতি কুমার মন্ডলও বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সংবাদ সম্মেলনে নোঙর প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকৃতি কুমার মন্ডল বলেন, দেশের সংসদীয় রাজনৈতিক প্রক্রিয়াকে সচল রাখার জন্য দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৪ আসন থেকে প্রার্থী হয়েছিলাম। কিন্তু সুষ্ঠু স্বাভাবিক এবং আইনগত দিকে নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ায় আমি আমার নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

নৌকা ও লাঙ্গলের বাইরে অপর দুই প্রার্থী হলেন সোনালি আঁশ প্রতীকের তৃণমূল বিএনপির লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ ও মিনার প্রতীকের ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী।

যশোর-৪ আসনে মোট ভোটার চার লাখ ৩৩ হাজার ৮৪০ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১৬ হাজার ৮০০ জন। নারী ভোটার দুই লাখ ১৭ হাজার ৩৬ জন। তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর ভোটার চারজন।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।