শরীয়তপুরে রাতের আঁধারে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৪

শরীয়তপুরের নড়িয়াতে একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রটির বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে যায়।

শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার চরমোহন সুরেশ্বর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ৬৫ নং স্কুলের জানালা দিয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে আগুন লাগায় দুর্বৃত্তরা। বিষয়টি স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ জনতা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনটি বেঞ্চ পুড়ে গেছে।

এ বিষয়ে ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান জাগো নিউজকে বলেন, মধ্যরাতে স্থানীয় লোকজন আমাকে ফোন দিয়ে বিষয়টি জানায়। পরবর্তীতে আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি।

জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, একটি কেন্দ্রের জানালার গ্লাস ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে কেন্দ্রটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

বিধান মজুমদার অনি/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।