বেনাপোলে নৌকার ৩ কর্মীকে ছুরিকাঘাত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

যশোরের বেনাপোলে নির্বাচনকে কেন্দ্র করে ছুরিকাঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) সকালে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আশরাফুল আলম লিটনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। তার কিছুটা দূরে ভোট কেন্দ্র রয়েছে। মূলত এই ভোট কেন্দ্রটি স্বতন্ত্র প্রার্থী লিটনের বাড়ির এলাকা।

ছুরিকাঘাতে গুরুতর আহতরা হলো, বেনাপোল পাটবাড়ি আব্দুস সামাদের ছেলে-ছাত্র লীগের প্রচার সম্পাদক জুয়েল রানা (২৩), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে-পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল হুসাইন (৩০) ও মওতাব উদ্দিনের ছেলে-পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাওন (৩০)। তারা সবাই নৌকার প্রার্থী শেখ আফিলউদ্দিনের সমর্থক।

আহতরা জানায়, যশোর-১ আসনে নৌকার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী লিটনের কর্মী বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, তার ছোট ভাই হাসান, মামুন, ইকবাল ও দুদুর পরিকল্পনায় এ হামলা চালানো হয়েছে।

আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হামলাকারী কাউন্সিলর মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল করা হলও তার ফোন বন্ধ পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ঘটনার সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীরা পলাতক রয়েছেস। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মো. জামাল হোসেন/ এমএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।