মাদারীপুর-৩

এমপি আসার পর ঝামেলা, কেন্দ্র সাময়িক বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

মাদারীপুরের কালকিনিতে ব্যালেট পেপারে নৌকায় প্রকাশ্যে সিল দিয়ে বক্সে ভরার অভিযোগ ওঠায় একটি কেন্দ্র সাময়িক বন্ধ করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রে আসার পরই ঝামেলা শুরু হয় বলে জানা যায়।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে কালকিনির ৬৮ নং দক্ষিণ রমজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি বন্ধ করা হয়। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলমগীর মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রট কামরুল হাসান বলেন, কেন্দ্রে ঝামেলা দেখে আমরা দ্রুত কেন্দ্রে চলে আসি। বর্তমানে পরিস্থিত শান্ত আছে। ভোট গ্রহণ আপতত বন্ধ রাখা হয়েছে। ইউএনও আসলে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় সূ্ত্রে জানা যায়, সোয়া ১১টার দিকে এই কেন্দ্রে আসেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। এ সময় গোলাপের সঙ্গে ২০ থেকে ২৫ জন কর্মী সমর্থক ছিলেন। তিনি কেন্দ্রে আসার পরেই স্বতন্ত্র প্রার্থীর তাহমিনা বেগমের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। পরে ব্যালেট পেপারে নৌকায় প্রকাশ্যে সিল দিতে যায় নৌকার পোলিং এজেন্ট দুলাল ব্যাপারী ব্যালট পেপারে সিল দেওয়া শুরু করে। এরপরেই কেন্দ্রের দুপক্ষের উত্তেজনা শুরু হলে কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক বন্ধ করে দেন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার।

নৌকার পোলিং এজেন্ট দুলাল ব্যাপারী জাগো নিউজকে বলেন, নৌকায় প্রকাশ্যে সিল দেওয়া হয়নি। আমি কিছুই করিনি। ঈগলের এজেন্ট কোথায় তা বলতে পারবো না।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, আমার এজেন্ট বের করে দিয়ে নৌকায় প্রকাশ্যে সিল দেওয়া হচ্ছে। ভোটের পরিবেশ নষ্ট করছেন গোলাপ। প্রশাসনকে বিষয়টি কঠোর ভাবে দেখার জন্য অনুরোধ করছি।

প্রিসাইডিং অফিসার আলমগীর মৃধা বলেন, এই কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ৬১৯ জন। সকাল দশটা অবদি ২০০ ভোট কাস্টিং হয়েছে। এমপি সাহেব (আবদুস সোবহান গোলাপ) কেন্দ্রে আসার পরই ঝামেলা সৃষ্টি হয়েছে। এক সাবেক মেম্বার নৌকার পোলিং এজেন্ট দুলাল ব্যাপারীকে এমপি সাহেব ফোন করার পরই ঝামেলা সৃষ্টি হলো। পরে দুলালকে বাধা দিতে গেলে আমাকে ভোট বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। পরে এক পুলিশের এসআইর গায়ে হাত দেয়। এরপর উত্তেজনা সৃষ্টি হলে কেন্দ্রটি আমরা সাময়িক বন্ধ রেখেছি। ইউএনওকে খবর দিয়েছি। তিনি এলে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মাদারীপুর-৩ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, অনিয়মের অভিযোগে রমজানপুরের ভোটকেন্দ্রটি সাময়িক বন্ধ রাখা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।