মাদারীপুরের বেশিরভাগ ভোটকেন্দ্র ছিল ফাঁকা, বাইরে ভিড়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের বেশিরভাগ ভোটকেন্দ্র ছিল ফাঁকা। অপরদিকে কেন্দ্রের বাইরে দেখা গেছে ভিড়। কিছুক্ষণ পরপর ভোটাররা এসে ভোট দিয়ে চলে যেতে দেখা যায়।
সরেজমিন ঘুরে দেখা যায়, মাদারীপুর-১ ও মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর বিপক্ষে শক্তিশালী কোনো প্রার্থী না থাকায় ভোটারদের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। উপস্থিতিও ছিল কম।
তবে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ড. আবদুস সোবাহান মিয়া গোলাপের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম। এই আসনের ভোটার উপস্থিতি বেশি হবে, এমন আশা ছিল। তবে সরেজমিন ঘুরে ভোটার উপস্থিতি কমই দেখা যায়। ভোটারদের লাইনে দাঁড়াতে হয়নি। কিছুক্ষণ পরপর এক-দুইজন করে এসে ভোট দিয়ে গেছেন।

কালকিনি সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ৯নং গোপালপুর এ. আর. এস. সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর উচ্চ বিদ্যালয়, ২ নং ছয়না সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্রে গেলে ভোটারদের উপস্থিতি কম দেখা যায়। তবে কেন্দ্রের বাইরে উৎসাহী ও নেতাকর্মীদের ভিড় ছিল।
ভোট দিতে আসা মো. সুমন, হোসেন বেপারী, শিউলি বেগমসহ একাধিক ভোটার জানান, এবার ভোট দিতে লাইনে দাঁড়াতে হয়নি। সরাসরি ভোট গ্রহণের কক্ষে গিয়ে ভোট দিয়ে এসেছি।
আয়শা সিদ্দিকা আকাশী/এমএমআর/জেআইএম