মাগুরায় সাকিব এগিয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এ আসনের সাত কেন্দ্রের ফলাফলে সাকিব ১৫ হাজার ৫২৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৩৩১ ভোট।

এর আগে সকালে নিজের ভোটকেন্দ্র দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টার দিকে প্রথম ভোটটি দেন তিনি। এ সময় তার বাবা মাশরুর রেজা কুটিল ও তার ছোট বোন বৃষ্টি উপস্থিত ছিলেন।

মাগুরা -১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মাগুরা দুধমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে তার ভোট দেন। এ সময় তিনি বিএনপির অগ্নি সন্ত্রাস দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে তিনি বলেন।

সাকিব আল হাসান ছাড়া এ আসনে জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন সাইফ, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কে এম মোতাসিম বিল্লা নির্বাচনে অংশ নিচ্ছেন।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।