ঠাকুরগাঁও-৩

হাতুড়িকে পিষ্ট করে লাঙ্গলের জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

ঠাকুরগাঁও-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার মাহাবুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাফিজ উদ্দিন পেয়েছেন এক লাখ ৮ হাজার ৫১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৬৫ হাজার ২০৪ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৭৪ হাজার ৯৬৬ ও মহিলা এক লাখ ৬৯ হাজার ৩৮৮।

তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।