ঠাকুরগাঁও-২ আসনে নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

ঠাকুরগাঁও-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মাজহারুল ইসলাম সুজন। রোববার (৭ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মাহাবুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঠাকুরগাঁও-২ আসনে মোট ১০৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মাজহারুল ইসলাম সুজন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ২শ ৩৪ ভোট।

এছাড়াও লাঙ্গল প্রতীকের মোছা. নুরুন নাহার বেগম ৭৮০, ডাব প্রতীকে মোছা. রিম্পা আকতার ১৯২ ও সোফা প্রতীকে মো. আব্দুল কাদের ১ হাজার ২২৫ ভোট পেয়েছেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৯৬৫ এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৬৯১ ও নারী ১ লাখ ৫৪ হাজার ২৭৪ জন।

তানভীর হাসান তানু/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।