ঠাকুরগাঁও-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

জাল ভোটের অভিযোগে এনে ভোট বর্জন করেছেন ঠাকুরগাঁও-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজী স্বপন চৌধুরী। রোববার বিকেল ৩টা ৩০ মিনিটের ভোট বর্জনের সিদ্ধান্ত জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, ভোটাররা ভোট দিতে এসে বাধার মুখে পড়েন। সবার সামনে নৌকা প্রতীকে ভোট জাল ভোট দিতে দেখা যায়। এই দেশে মানুষের ভোটের অধিকার নেই, তার প্রমাণ আজ সবাই দেখতে পেলেন।

বিএনপির সাথে তিনি একাত্মতা প্রকাশ করে বলেন, বিএনপি যে বলছে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আসলে তা সত্য। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছিল, তাই আমার মাঠে ছিলাম। আমরা মানুষের কাছাকাছি গিয়েছিলাম ও ভোট করেছি। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, আমরা সেটা আশা করেছিলাম। কিন্তু ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগ নামধারী কিছু কুচক্রীমহল ও অতিউৎসাহী নেতা বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র দখলে নিয়ে জাল ভোট প্রয়োগ করেছে।

স্বপন চৌধুরী আরও বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে এ ব্যাপারে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। আমার কাছে মনে হয়েছে, তিনি নিস্তেজ হয়ে গেছেন।

এছাড়াও তিনি ভোট নিয়ে বিভিন্ন অভিযোগ ও অনিয়মের কথা জানিয়ে দলীয়ভাবে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তানভীর হাসান তানু/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।