ঝিনাইদহের ৩টিতে নৌকা, ১টিতে স্বতন্ত্র জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০৮ জানুয়ারি ২০২৪

দিনভর ভোটগ্রহণ শেষে চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের ভোটের ফলাফল। রোববার রাত ১২ টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

এতে ৪টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা)
এ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই। তিনি ৯৪৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম (দুলাল) পেয়েছেন ৮০৫৪৭ ভোট। আসনটিতে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১১৭টি আর ভোটার সংখ্যা ছিল ৩০৬৩৩৬ জন। আসনটিতে ভোট পড়েছে ৫৮.২৭%।

ঝিনাইদহ-২ (হরিনাকুন্ডু ও সদর উপজেলা)
এ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার জাহেদী মহুল। তিনি ১৩৬৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন ১১৬২০৭ ভোট। আসনটিতে কেন্দ্র সংখ্যা ছিল ১৮৫টি আর ভোটার ছিল ৪৭৬৩০০ জন। এখানে ভোট পড়েছে ৫৫.৩৬ %।

ঝিনাইদহ-৩(কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা)
এ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজী। তিনি ৮৩০১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের এ্যাড. শফিকুল আজম খাঁন পেয়েছেন ৬৪৯০৯ ভোট। আসনটিতে কেন্দ্র সংখ্যা ছিল ১৬৬টি আর ভোটার ছিল ৪০৩২২৪ জন। এখানে ভোট পড়েছে ৩৮.৮৩ %।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদর উপজেলার চারটি ইউনিয়ন)
এ আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ারুল আজিম। তিনি ৯৫৯০৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭১৯৪ ভোট। আসনটিতে ভোট কেন্দ্র সংখ্যা ছিল ১১৭ টি আর ভোটার ছিল ৩১৫৬২০ জন। এখানে ভোট পড়েছে ৫১.২১ %।

এএএলএম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।