বাড়ি ফেরার পথে যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরে এক রাজমিস্ত্রির ডান হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন এই হামলা করেছে বলে পারিবারিকভাবে অভিযোগ করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত হুমায়ুন মাতুব্বর (৩০) মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের রহমান মাতুব্বরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে মাদারীপুর শহর থেকে নিজবাড়ি লক্ষ্মীগঞ্জে ফিরছিলেন হুমায়ুন মাতুব্বর। পূর্বশত্রুতার জেরে একই গ্রামের আল আমিন হাওলাদার ও তার বাবা আলমগীর হাওলাদার লোকজন নিয়ে রাজমিস্ত্রী হুমায়ুনের উপর হঠাৎ হামলা চালান। এ সময় শরীরের বিভিন্ন স্থানে জখমসহ ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন।
এ সময় হুমায়ুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় রাতেই হুমায়ুনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহত হুমায়ুনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত চিহ্ন আছে। তাছাড়া তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ায় অবস্থা আরও বেশি খারাপ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, হুমায়ুনের ওপর হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে। আহত হুমায়ুন ও অভিযুক্ত আলমগীর হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা আছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন হাওলাদার ও তার বাবা আলমগীর হাওলাদার পলাতক রয়েছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম